এটা আসলে টেলিগ্রাফ প্রেরক যন্ত্রবিশেষ।তবে এর এক প্রান্তে থাকে টাইপ মেশিনের কী কোর্ড এবং অন্য প্রান্তে থাকে টাইপ ছাপাবার গ্রাহক যন্ত্র।প্রেরক যন্ত্রে যে সাংকেতিক ভাষা প্রেরণ করা হয় তা যুগপৎ অনেক গ্রাহক যন্ত্রে ধরা যায়। এর সংবাদ গ্রহণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়।একজন লোক অনায়াসে এর সাহায্যে মিনিটে ৬০ টি করে শব্দ পাঠাতে পারে।সংবাদ সংস্থাসমূহ ও পুলিশ বিভাগ এ যন্ত্র ব্যবহার করে।
ই-মেইল দ্বারা দ্রুত,কম সময়ে সংবাদ প্রেরণ করা যায় এবং দীর্ঘ বার্তা প্রেরণে সুবিধাজনক।কম্পিউটার স্মৃতি থেকে প্রয়োজনে বার বার পুনরুৎপাদন করা যায়।মেইল বক্সে সংবাদ জমা করে রাখা যায়।সংবাদকে শব্দপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমেও সম্পাদনা করা যায়।সংবাদকে টেলেক্স বা ফ্যাক্সের মাধ্যমেও প্রেরণ করা যায়।ফ্যাক,টেলেক্স থেকে প্রেরিত তথ্যও ই-মেইল গ্রহণ করে।