প্রিয় পরীক্ষার্থীরা,এখন তোমাদের শুধুই রিভিশনের সময়। নতুন করে কিছু শেখার চেষ্টা করো না। পড়াশেষে ঘুমানোর আগে একটু সময় নিয়ে ধ্যান করে দেখবে যা শিখেছো তা ম আছে কি না। পরীক্ষার হলে হাতে প্রশ্ন পাবার পর যে প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে জানা সে উত্তরগুলো আগে লিখবে।
সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে রোমান সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখবে। সৃজনশীল উত্তরগুলো অবশ্যই বাস্তবতার সাথে মিল রেখে লিখবে। উত্তরের মধ্যে অপ্রাসঙ্গিক বিষয় আনবে না। প্রতিটা বিষয়ের বিভিন্ন অধ্যায় খুটিনাটি বিশ্লেষণ করে না জানা বা না বোঝার কোনো বিষয় আছে কি না থাকলে এখনি শিক্ষকের কাছ থেকে সমাধান করে নাও। সৃজনশীলের প্রতিটা প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রশ্নটির উত্তর উদ্দীপকের আলোকে নিজস্ব বিচার বিশ্লেষণ,মতামতসহ সুন্দরভাবে লিখবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গণিত,পদার্থ রসায়নে সূত্র অঙ্ক,বিক্রিয়া ভালোভাবে মনে রাখবে। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান মানবিক শাখার শিক্ষার্থীরা অর্থনীতি ও ইংরেজি বিষয়কে অধিক গুরুত্ব দিয়ে পড়বে। পরিশেষে বলবো পরীক্ষা নিয়ে অতিরিক্ত চাপে ভোগবে না। সর্বদা সুস্থ থাকার চেষ্টা করবে।
সংগৃহীত