১০১ : প্রশ্নকরণ কৌশল - Jonakiict

Video of the day

head-banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, 28 February 2015

১০১ : প্রশ্নকরণ কৌশল

Responsive Ads Here
আধুনিক শিক্ষণ - শিক্ষনের ক্ষেত্রে উত্তম প্রশ্ন প্রণয়ন ও ব্যবহারের উপর সর্বাধিক জোর দেয়া হয়েছে। কারণ সকল শিক্ষার্থীর শিক্ষণ-শিখন দক্ষতার মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নকরণ এবং তার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর মূল্যায়ন যর্থার্থ করা যায়। বর্তমানে উত্তম প্রশ্নকরণের ক্ষেত্রে নতুন নতুন কৌশল সংযোজিত হয়েছে। উত্তম প্রশ্নকরণের কৌশলসমূহ নিচে উল্লেখ করা হলো-
  • প্রশ্নে নৈর্ব্যক্তিকতা থাকবে।
  • প্রশ্ন হবে জ্ঞানমূলক উত্তর নির্দেশক।
  • প্রশ্ন হবে অনুধাবন উত্তর চেতনা নির্ভর।
  • প্রশ্নে উচ্চতর চিন্তন দক্ষতার উত্তর চাওয়া হবে।
  • প্রশ্ন হবে সহজ,সরল ভাষায়।
  • প্রশ্ন হবে সংক্ষিপ্ত উত্তর সম্বলিত।
  • প্রশ্ন হবে মুক্ত চেতনার উত্তর সম্বলিত।
  • প্রশ্নে জিজ্ঞাসার পরিসর থাকবে কম।
  • প্রশ্ন হবে নির্ধারিত পাঠ সম্বলিত।
  • প্রশ্নে উত্তর বিশ্লেষণের চেতনা থাকবে।
  • শিক্ষার্থী কী জানে এবং কী জানেনা তার পরিসর প্রশ্নে বিদ্যমান থাকবে।

Post Top Ad