শিক্ষণ-শিখনের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি হল বাজিং। এটি ফিলিপাইনের শিক্ষণ-শিক্ষণ পদ্ধতি। অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড এবং মালয়েশিয়াতে শিক্ষণ-শিখনের ক্ষেত্রে এর ব্যাপক প্রচলন রয়েছে। Buzz শব্দের অর্থ ভ্রমরের গুঞ্জন,ভোঁ ভোঁ গুণ গুণ করা বা ঝিঁ ঝিঁ শব্দ করা। Buzz দলের গুণগুণ করে অধ্যয়নের মাধ্যমেই এ Buzzing শব্দের উদ্ভব হয়েছে। মূলত শ্রেণিকক্ষে তিনজন করে শিক্ষার্থীর দল গঠন করে শিক্ষণীয় সকল বিষয়বস্তুকে নিচু স্বরে গুণগুণ করে অধ্যয়ন প্রক্রিয়াকেই Buzzing বা ত্রৈত শিক্ষন বলে।
Buzzing এর কৌশল:- তিনজনে দল গঠন।
- বিষয়বস্তু গুণগুণ করে পড়তে দেয়া।
- দুজন পড়বে এবং একজন শুনবে।
- দু'জনের একজন উপস্থাপন করবে।
- নিরপেক্ষ মূল্যায়ন হবে।
- সতীর্থ শিক্ষণ সুবিধা পাওয়া যায়।
- পারস্পারিক সহযোগিতা আসে।
- অতি দ্রুত শিখন সম্পন্ন হয়।
- অর্জিত শিখন দীর্ঘস্থায়ী হয়।
- শিক্ষণ-শিক্ষন আনন্দ বৃদ্ধি পায়।