প্রস্তুতিই ভালো ফলাফলের প্রধান শর্ত । - Jonakiict

Video of the day

head-banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, 21 February 2015

প্রস্তুতিই ভালো ফলাফলের প্রধান শর্ত ।

Responsive Ads Here
ছাত্রজীবনে এইচ.এস.সি. পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পরীক্ষার প্রাপ্ত গ্রেড-এর উপর ভিত্তি করে ভবিষ্যতে উচ্চ শিক্ষার ক্ষেত্র নির্ধারিত হয়। মনে রাখবে ছোট খাট ভুল ত্রুটি সংশোধন করা,প্রশ্নের নম্বর ঠিকমত লেখা হয়েছে কি না, কোনো উত্তর লেখা বাদ পড়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখার জন্য রিভিশন দেওয়া খুবই প্রয়োজন। এ জন্য অন্তত ০৫ মিনিট আগে উত্তর লেখা শেষ করে রিভিশন দিতে হবে। কোনো কারণে কোনো বিষয়ের পরীক্ষা খারাপ হলে নিরাশ হওয়ার কারণ নেই। তবে পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার জন্য প্রস্তুতি নিবে এবং মনোযোগ সহকারে পরীক্ষা দিবে।
পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পরীক্ষার্থীদের প্রতি আমার সর্বশেষ পরামর্শ হলো - সময় নষ্ট না করে প্রতিটি বিষয়ের পূর্ণ প্রস্তুতি গ্রহণ  করবে। সম্ভব হলে প্রস্তুতি যাচাইয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বা বাসায় অনুশীলনমূলক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। মনে রাখরে ভালো প্রস্তুতিই ভালো ফলাফলের প্রধান শর্ত। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এবং তোমরা তোমাদের কাঙ্খিত ফলাফল অর্জন কর - মহান আল্লাহর নিকট এটাই আমাদের প্রার্থনা।
সংগৃহীত

Post Top Ad