স্টুডেন্ট গ্যালারী (সকল শিক্ষার্থীর জন্য)
কবিতা: " কবি "
আমার চোখে ভাসে মাগো
সাগর নদী বীল
ভাবি আমি বসে একা
সাগর কত নীল ।
আমার চোখে ভাসে মাগো
বট বৃক্ষের ছায়া
গাছের মাঝে লুকিয়ে আছে অকৃত্রিম মায়া ।
আমার চোখে ভাসে মাগো
বোয়াল কাতল মাছ
বাড়ির পাশে রসালো কাঁঠাল গাছ ।
আমার চোখে ভাসে ওগো পল্লী মায়ের ছবি
তাইতো আমি মাঝে মাঝে হয়ে উঠি কবি।
লেখিকা : সোমা
এইচ.এস.সি - প্রথম বর্ষ